মুম্বাইয়ের টানা দ্বিতীয় পরাজয়

শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম দুই ম্যাচেই হেরেছে দলটি। মুম্বাইকে সহজেই ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 02:05 PM
Updated : 19 April 2014, 02:05 PM

শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৫ রানে থেমে যায় মুম্বাইয়ের ইনিংস।

সর্বোচ্চ ৩৫ রান করেন আম্বাতি রাইডু। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল দুই উদ্বোধনী ব্যাটসম্যান আদিত্য তারে (১৭) ও মাইক হাসি (১৬)।

ব্যাঙ্গালোরের বোলারদের আঁটোসাটো বোলিংয়ে রান পেতে রীতিমত সংগ্রাম করতে হয়েছে মুম্বাইয়ের ব্যাটসম্যানদের। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শেষ দিকে খু্ব একটা রান তুলতে না পারায় লড়াই করার মতো সংগ্রহ পায়নি দলটি। মুম্বাই ইনিংসে কোনো ছক্কা ছিল না।

ব্যাঙ্গালোরের তিনজন বোলার দুটি করে উইকেট নেন।

জবাবে পার্থিব প্যাটেলের অর্ধশতকে ১৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর।

১৭ রানে ৩ উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি ব্যাঙ্গালোরের। তৃতীয় ওভারে নিক ম্যাডিনসনকে বোল্ড করে দলকে প্রথম সাফল্য এনে দেন লাসিথ মালিঙ্গা।

পরের ওভারে বিরাট কোহলি ও যুবরাজ সিংকে বিদায় করেন জহির খান। এই দুই ব্যাটসম্যান কোনো রান করতে পারেননি।

তবে চতুর্থ উইকেটে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে পার্থিবের অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটির সৌজন্যে সহজ জয়ই পায় ব্যাঙ্গালোর। ৫৭ রানে অপরাজিত থাকা পার্থিবের ৪৫ বলের ইনিংসে ছিল ৭টি চার।

ম্যাচের একমাত্র ছক্কাটি হাঁকানো ডি ভিলিয়ার্স অপরাজিত থাকেন ৪৫ রানে। তার ৪৮ বলের ইনিংসটিতে তিনটি চারও রয়েছে।

মুম্বাইয়ের পক্ষে জহির ২১ রানে নেন ২ উইকেট।