সোহাগ গাজীর ঝড়ো ব্যাটিং

জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডে সোহাগ গাজীর ঝড়ো ব্যাটিংয়ে রংপুরের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ গড়েছে বরিশাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 12:47 PM
Updated : 19 April 2014, 12:47 PM

শনিবার ফতুল্লার আউটার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২৮৯ রানে অলআউট হয়ে যায় বরিশাল।

২৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বরিশাল। ৬১ রানে চতুর্থ উইকেটের পতনের পর ক্রিজে আসেন সোহাগ।

পঞ্চম উইকেটে নুরুজ্জামানের (৪১) সঙ্গে ৫৯ ও শাহিন হোসেনের (৪৫) সঙ্গে ৫৭ রানের দুটি জুটি উপহার দিয়ে দলকে ৫ উইকেটে ১৯৭ রানের ভালো অবস্থানে নিয়ে আসেন তিনি।

তানভীর হায়দারের বলে সোহরাওয়ার্দী শুভর হাতে ধরা পড়ার আগে ৮৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি। তার ৬৭ বলের ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৬টি চার।

এরপর নয় নম্বর ব্যাটসম্যান কামরুল ইসলামের (৫২) অর্ধশতকে তিনশ’ রানের কাছাকাছি পৌঁছায় বরিশালের সংগ্রহ।

রংপুরের পক্ষে সোহরাওয়ার্দী ৩ উইকেট নেন ৭৪ রানে। এছাড়া সাজেদুল ইসলাম, তানভীর ও মাহমুদুল হাসান দুটি করে উইকেট নেন।

জবাবে দিন শেষে ২ উইকেটে ৮৯ রান করেছে রংপুর। আহত হয়ে মাঠ ছেড়েছেন মাহমুদুল। নাসির হোসেন ২৭ ও নাঈম ইসলাম ১ রানে ব্যাট করছেন।