প্রথম দিনই চালকের আসনে ঢাকা

জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডের প্রথম দিনই চালকের আসনে বসেছে ঢাকা। খুলনার জিয়াউর রহমানের প্রতিরোধ ভেঙে শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটাই এগিয়ে গেছে দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 12:25 PM
Updated : 19 April 2014, 12:37 PM

শনিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে ২৪৩ রানে অলআউট হয়ে যায় গতবারের চ্যাম্পিয়ন খুলনা।

সর্বোচ্চ ৮০ রান আসে জিয়ার ব্যাট থেকে। তার ১০৯ বলের ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৫টি চার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে নিজামউদ্দিন রিপনের ব্যাট থেকে।

ঢাকার পক্ষে মোহাম্মদ মাসুম ৩ উইকেট নেন ৬৯ রানে। শুভাগত হোম চৌধুরী ২ উইকেট নেন ৬ রানে।

জবাবে দিন শেষে আব্দুল মজিদের (৪২) উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে ঢাকা। রনি তালুকদার ব্যাট করছেন ৩২ রানে।