নতুন কোচের সন্ধানে পিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচ মঈন খানের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন কোচের সন্ধানে নেমেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 01:05 PM
Updated : 18 April 2014, 02:12 PM

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ফিল্ডিং কোচ শোয়েব মোহাম্মদ ও ব্যাটিং পরামর্শক জহির আব্বাসের সঙ্গেও নতুন চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তাদের জায়গাতেও নতুন কোচ খুঁজছে তারা।

এ বছরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো নতুন কোচ নিয়োগ দিতে যাচ্ছে পিসিবি। ওয়াসিম আকরাম, ইন্তিখাব আলম ও জাভেদ মিয়াঁদাদের সুপারিশে গত ফেব্রুয়ারিতে মঈন খান ও তার কোচিং প্যানেলকে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দায়িত্ব দিয়েছিল পিসিবি।

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে যায় পাকিস্তান। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় হাফিজ-আফ্রিদিরা।

বিশ্বকাপে ব্যর্থতার দায় মাথায় নিয়ে দেশে ফিরেই টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মোহাম্মদ হাফিজ।