জয় দিয়ে শুরু সাকিবের কলকাতার

আইপিএলের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪১ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 06:12 PM
Updated : 16 April 2014, 06:12 PM

সাকিব ক্রিজে আসার সময় কলকাতার ইনিংসের মাত্র ১০ বল বাকি ছিল। তাই ব্যাট হাতে তেমন কিছু করার সুযোগ ছিল না এই অলরাউন্ডারের। ২ বলে ১ রান করে লাসিথ মালিঙ্গার চতুর্থ শিকারে পরিণত হন তিনি।

তবে বল হাতে ভালোই করেছেন সাকিব। ৪ ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

বুধবার আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৩ রান করে কলকাতা।

মালিঙ্গার বলে অধিনায়ক গৌতম গম্ভীর বোল্ড হয়ে শূন্য রানে বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে মনিশ পান্ডের (৫৩ বলে ৬৪) সঙ্গে জ্যাক ক্যালিসের ৯২ বল স্থায়ী ১৩১ রানের জুটিতে কলকাতার জয়ের ভিত রচিত।

এই দুই ব্যাটসম্যানকে বিদায় করার কৃতিত্বও মালিঙ্গার। উনিশতম ওভারে সাজঘরে ফেরার আগে ৭২ রান করেন ক্যালিস। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

মুম্বাইয়ের সবচেয়ে সফল বোলার মালিঙ্গা ৪ উইকেট নেন ২৩ রানে। সমান রানে ১ উইকেট নেন আরেক পেসার জহির খান।

জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৭ উইকেটে ১২২ রানের বেশি করতে পারেনি শিরোপাধারী মুম্বাই।

অষ্টম ওভারে ৪০ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যনের বিদায়ে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। তবে অম্বাতি রাইডু (৪০ বলে ৪৮) ও অধিনায়ক রোহিত শর্মা (২০ বলে ২৭) দলকে ২ উইকেটে ১০১ রানের ভালো অবস্থানে পৌঁছে দিয়েছিলেন।

কিন্তু শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় ব্যবধানেই হারে মুম্বাই।

২০ রানে ৪ উইকেট নিয়ে কলকাতার সফলতম বোলার অফস্পিনার সুনীল নারায়ণ। ১৬ রানে ১ উইকেট নেয়া মর্নে মরকেলের অবদানও কম নয়।