টেস্ট শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল দক্ষিণ আফ্রিকা

বছর শেষে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকায় আইসিসির কাছ থেকে ৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 05:40 PM
Updated : 16 April 2014, 06:18 AM

মঙ্গলবার ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হারুন লরগাতের হাতে পুরস্কারের চেক তুলে দেন আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন।

টানা দ্বিতীয়বার এই পুরস্কার পেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২০১২ সালের অগাস্ট থেকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে তারা। প্রতিবছর ১ এপ্রিল পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ অবস্থান এই পুরস্কারের জন্য ধরা হয়।

ফলে টেস্ট সেরা দলের স্বীকৃতি হিসেবে রাজদণ্ডটাও ধরে রাখলো দক্ষিণ আফ্রিকা।

সেরার পুরস্কার পেয়ে দারুণ খুশি হারুন লরগাত।

“শুধু খেলোয়াড় ও দলের ব্যবস্থাপকদের পক্ষ থেকেই নয় বরং দক্ষিণ আফ্রিকার সবার পক্ষ থেকে রিলায়েন্স আইসিসি টেস্টের এই রাজদণ্ড ও পুরস্কারের অর্থ পেয়ে আমি উৎফুল্ল।"

র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়া পেয়েছে ৩ লাখ ৭০ হাজার ডলার। আর তৃতীয় ও চতুর্থ দল হিসেবে ভারত ও ইংল্যান্ড পেয়েছে যথাক্রমে ২ লাখ ৬৫ হাজার ও ১ লাখ ৬০ হাজার ডলার।

বাংলাদেশ আছে সবার নিচে দশম স্থানে।