শেষ দিন ৬ উইকেট চাই রংপুরের

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ আসরের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রংপুর বিভাগ। সিলেট বিভাগের বিপক্ষে চতুর্থ ও শেষ দিন জয়ের জন্য ৬ উইকেট চাই তাদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2014, 02:47 PM
Updated : 14 April 2014, 03:02 PM

সোমবার ফতুল্লার আউটার স্টেডিয়ামে তৃতীয় দিনে ৭ উইকেটে ১৩২ রান নিয়ে খেলা শুরু করে ১৪৩ রানেই অলআউট হয়ে যায় সিলেট।

৪০ রানে ৪ উইকেট নিয়ে রংপুরের সবচেয়ে সফল বোলার শুভাশীষ রায়। মাহমুদুল হাসান ৩ উইকেট নেন ২৪ রানে।

প্রথম ইনিংসে ৩৯১ রান করায় ২৪৮ রানের লিড পেয়েছিল রংপুর। ফলো-অন না করিয়ে ব্যাট করতে নামে তারা। আরিফুল হকের অপরাজিত ৫৮ ও নাসির হোসেনের ৪৭ রানের সৌজন্যে ৬ উইকেটে ২২৮ রানে ইনিংস ঘোষণা করে দলটি।

প্রথম ইনিংসে শতক করা নাঈম ২৩ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন।

প্রথম ইনিংসে ৯৭ রানে ৭ উইকেট নেয়া নাসুম আহমেদ দ্বিতীয় ইনিংসেও দলের সেরা বোলার। ৬৩ রানে ৩ উইকেট নিয়ে প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন সিলেটের এই বাঁহাতি স্পিনার।

৪৭৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসেও বিপদে সিলেট। ৫৮ রানেই চার উইকেট হারিয়ে ফেলা দলটির সামনে এখন ম্যাচ বাঁচানোর কঠিন লড়াই। ৬ উইকেট হাতে থাকলেও দলটি এখনো ৪১৮ রানে পিছিয়ে।

প্রথম ইনিংসে উইকেটশূন্য বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম ২৫ রানে নিয়েছেন তিন উইকেট।