বোলাররা স্বপ্ন দেখাচ্ছেন ঢাকা বিভাগকে

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে ঢাকাকে স্বপ্ন দেখাচ্ছেন বোলাররা। তৃতীয় দিনের খেলা শেষে ঢাকা বিভাগের বিপক্ষে ২ উইকেট হাতে নিয়ে মাত্র ১০১ রানে এগিয়ে বরিশাল বিভাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2014, 02:39 PM
Updated : 14 April 2014, 03:02 PM

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৩৬ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা অলআউট হওয়ার আগে ৪৪৩ রান করে।

দিনের শুরুতেই নাদিফ চৌধুরী (৩৫) ও শুভাগত হোম চৌধুরীকে (৭৭) হারালেও নুর হোসেন (৩৩), নুরুল হাসান (২৫) ও নাজমুল অপু (২২) দলকে সাড়ে চারশ’ রানের কাছাকাছি নিয়ে যান।

বরিশালের পক্ষে নুরুজ্জামান ও কামরুল ইসলাম তিনটি করে উইকেট নেন। কামরুল ৮৪ রান দিলেও নুরুজ্জামনের খরচ মাত্র ২ রান।

প্রথম ইনিংসে ৩২৩ রান করায় ১২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বরিশাল।

৪৫ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি বরিশালের। চতুর্থ উইকেটে শাহীন হোসেনের (৪১) সঙ্গে ১০০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন সালমান হোসেন (৬২)।

৮ রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আবার চাপে পড়েছে শাহরিয়ার নাফীসের দলটি। ৮ উইকেটে ২২১ রানে দিন শেষ করা দলটি তাকিয়ে আছে মানিকের দিকে। ২৮ রানে ব্যাট করছেন তিনি।

ঢাকার পক্ষে দেওয়ান সাব্বির, নাজমুল ও নুর দুটি করে উইকেট নেন।