তানভীরের শতকে ম্যাচের নিয়ন্ত্রণ রংপুরের

সিলেট বিভাগের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ চমৎকার বোলিং করেছেন। তবে তানভীর হায়দারের শতকে দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ রংপুর বিভাগের হাতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2014, 12:58 PM
Updated : 13 April 2014, 02:38 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের ৭ উইকেটে ২৫৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে রংপুর।

তানভীর ও সোহরাওয়ার্দি শুভ দিনের শুরুটা ভালো করেন। অষ্টম উইকেটে ১১১ রানের জুটি গড়েন এ দুজন। ৭টি চারে ২৯০ বলে ১১১ রান করে তানভীর আউট হলে তাদের জুটি ভাঙে। উইকেটটি নিয়েছেন নাসুম।

৭২ রান করা সোহরাওয়ার্দিকেও আউট করেন তিনি। শেষ পর্যন্ত সিলেটের প্রথম ইনিংস থামে ৩৯১ রানে। আগের দিনের ৫ উইকেটের সঙ্গে এই ২ উইকেট মিলে প্রথম ইনিংসে ৭ উইকেট হলো নাসুমের। খরচ করেছেন ৯৭ রান ।

রংপুরের বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। দিনের খেলা শেষ হওয়ার আগে ৭ উইকেটে ১৩২ রান তাদের। উদ্বোধনী ব্যাটসম্যান শাহনাজ করেছেন ৭১ রান।

এ ছাড়া দু’অঙ্ক ছুঁয়েছেন সিলেটের আর দুজন ব্যাটসম্যান। রাজিন সালেহ ও এনামুল জুনিয়র, দুজনেই করেছেন ১২ রান করে।

প্রথম ইনিংসে এখনো রংপুরের চেয়ে ২৫৯ রান পিছিয়ে সিলেট।