ফলোঅনের শঙ্কায় চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে ফরহাদ রেজার দ্বি-শতকের পর ছক্কার রেকর্ড গড়ে মুক্তার আলীর শতকে রাজশাহীর বিশাল ইনিংসের নিচে চাপা পড়েছে চট্টগ্রাম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2014, 12:17 PM
Updated : 14 April 2014, 07:59 AM

মূলত পেসার মুক্তার ১৬৮ রান করেন ১৬টি ছক্কায়, প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে এ কৃতিত্ব দেখিয়েছেন জেসি রাইডার, গ্রাহাম নেপিয়ার ও অ্যান্ড্রু সাইমন্ডসের।

বিকেএসপির তিন নম্বর মাঠে ৯ উইকেটে ৬৭৫ রান করে ইনিংস ঘোষণা করে রাজশাহী। জবাবে প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান করে চট্টগ্রাম। ফলোঅন এড়াতে এখনও ৩৬০ রান করতে হবে তাদের।

আগের দিনের ৭ উইকেটে ৪২৪ রান নিয়ে রোববার খেলতে নামে রাজশাহী। ১৮২ রানে অপরাজিত ছিলেন ফরহাদ রেজা।

দ্বিতীয় দিনে নয় নম্বর ব্যাটসম্যান মুক্তার আলীর সঙ্গে ২২৪ রানের আরেকটি জুটি গড়েন তিনি।

২৫৯ রান করেছেন রাজশাহীর ফরহাদ রেজা।

শেষ পর্যন্ত আলী আকবরের বলে আউট হ্ওয়ার ২৫৯ রান করেন ফরহাদ, যা তার সর্বোচ্চ। ৩৩৪ বলে ৩৫টি চার ও ৫টি ছক্কায় ইনিংসটি খেলেন তিনি। এর আগে এই অলরাউন্ডারের সর্বোচ্চ রান ছিল ১৭৭।

ইনিংসের তৃতীয় শতক হাঁকানো মুক্তারের ১৬৮ রানও তার সর্বোচ্চ। ১৪৮ বলের মারমুখী ইনিংসে ১৬টি ছক্কা ছাড়াও ছিল ৮টি চার।

চট্টগ্রামের পক্ষে ১৫৭ রানে ৪ উইকেট নেন আকবর।

বিশাল রানের জবাবে খেলতে নেমে ১১ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই পথ হারায় চট্টগ্রাম। ফয়সাল হোসেনের ৫৪ রানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেনি তারা। ব্যাট করছেন ইরফান শুকুর (৩৯) ও মেহেদী হাসান রানা (২৯)।

ব্যাট হাতে সাফল্যের পর বল হাতেও সফল মুক্তার আলী। ১০ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।