নাফীসের শতকে বরিশালের ৩২৩ রান

শাহরিয়ার নাফীসের শতকের পরও ঢাকা বিভাগের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম ইনিংসে ৩২৩ রানে অলআউট হয়ে গেছে বরিশাল বিভাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2014, 12:37 PM
Updated : 12 April 2014, 12:43 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় বরিশাল। মঈনুল ইসলামকে বোল্ড করে দলকে এই সাফল্য এনে দেন পেসার শাহাদাত হোসেন।

দ্বিতীয় উইকেটে ফজলে রাব্বির (২৩) সঙ্গে ৫৬ ও তৃতীয় উইকেটে সালমান হোসেনের (১৭) সঙ্গে ৪০ রানের দুটি ছোট্ট জুটি গড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন নাফীস।

চতুর্থ উইকেটে নুরুজ্জামানের সঙ্গে ১৫৭ রানের জুটি গড়ে দলকে ৩ উইকেটে ২৫৩ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন নাফীস। কিন্তু পরপর দুই বলে এ দুজনকে আউট করে ঢাকাকে খেলায় ফেরান শুভাগত হোম চৌধুরী।

৭৯ রান করা নুরুজ্জামানের ১২৫ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছক্কা। নাফীসের ১৪৩ বলে খেলা ১২৯ রানের অধিনায়কোচিত ইনিংস সাজানো ২১টি চার ও ২টি ছক্কায়।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সাড়ে তিনশ'ও করতে পারেনি বরিশাল। তারা শেষ ৭ উইকেট হারায় মাত্র ৭০ রানে।

ঢাকার পক্ষে শুভাগত ও নাজমুল অপু তিনটি করে উইকেট নেন।

জবাবে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১৪ রান তুলেছে ঢাকা। আব্দুল মজিদ ৬ ও রনি তালুকদার ৭ রানে ব্যাট করছেন।