নাঈমের শতকে রক্ষা রংপুরের

নাঈম ইসলামের শতকে বিপদ কেটেছে রংপুর বিভাগের। তবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের চমৎকার বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে সিলেট বিভাগ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2014, 11:41 AM
Updated : 12 April 2014, 11:41 AM

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিন শেষে রংপুর ৭ উইকেট হারিয়ে করেছে ২৫৬ রান।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের। ২৮ রানেই ৪ উইকেট পড়ে যায় তাদের। প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হননি ধীমান ঘোষ। ৫৭ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি।

দুঃসময় সহসা কাটছে না হঠাৎ করে ছন্দ হারিয়ে ফেলা মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেনের। নাসুমের বলে সায়েম আলমের তালুবন্দী হওয়ার আগে মাত্র ২ রান করেন তিনি।

খাদের কিনারা থেকে রংপুরকে টেনে তোলার কৃতিত্ব নাঈম ও তানভীর হায়দারের। ৫৭/৫ থেকে দলকে ২৫৬/৫ -এর স্বস্তিকর জায়গায় পৌঁছে দিয়েছিলেন এ দুজন।

দিনের শেষ দুই বলে নাঈম ও আরিফুল হককে বিদায় করে সিলেটকে আবারো ম্যাচে ফেরানোর কৃতিত্ব নাসুমের।

তানভীরের সঙ্গে ১৯৯ রানের জুটি গড়া নাঈমের ব্যাট থেকে আসে ১৪৪ রানের চমৎকার এক ইনিংস। তার ২৮৯ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ২টি ছক্কা।

৬২ রানে অপরাজিত রয়েছেন তানভীর। তার ১৬৫ বলের ইনিংসে রয়েছে ৪টি চার।

হ্যাটট্রিকের অপেক্ষায় থাকা নাসুম ৫ উইকেট নিয়েছেন ৫৮ রানে। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নাজমুল হোসেন ও এনামুল হক জুনিয়র।