ফের মুখোমুখি শ্রীলঙ্কা ও পাকিস্তান

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে অগাস্টে শ্রীলঙ্কা যাবে পাকিস্তান দল। শুক্রবার দুই দেশের ক্রিকেট বোর্ডই তা নিশ্চিত করেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2014, 12:10 PM
Updated : 12 April 2014, 08:15 AM

সফরের সূচি অবশ্য এখনও চুড়ান্ত হয়নি। তবে জুলাইয়ের শেষ দিকে পাকিস্তান দলের শ্রীলঙ্কা পৌছানোর কথা রয়েছে। আন্তর্জাতিক ম্যাচের আগে ওখানে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।

আগামী ছয় মাস পাকিস্তানের সামনে কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না। আর এই খরা কাটাতেই শ্রীলঙ্কা বোর্ডকে সংক্ষিপ্ত এই সিরিজ আয়োজনে রাজি করিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত আট মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো এই দুটি দল দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে। গত ডিসেম্বর-জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছিল তারা। সম্প্রতি এশিয়া কাপেও দুইবার মুখোমুখি লড়েছে দল দুটি।

সাম্প্রতিক সাফল্য বিবেচনায় ভিন্ন দুই মেরুতে অবস্থান করছে পাকিন্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে একচেটিয়া সাফল্যের পর এশিয়া কাপ ও প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রীতিমত উড়ছে শ্রীলঙ্কা।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে পাকিস্তান।