আইসিসির খোলনলচে পাল্টাতে গঠনতন্ত্রে সংশোধন

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার খোলনলচে পাল্টে দিতে 'তিন মোড়লের' প্রস্তাব পাশের পর আইসিসির গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধন করা হচ্ছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2014, 04:08 PM
Updated : 10 April 2014, 04:16 PM

বৃহস্পতিবার দুবাইয়ে বোর্ড সভা শেষে আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী জুনে মেলবোর্নে আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সংশোধনী আনা হবে বলে পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত হয়েছে।

গত ফেব্রয়ারিতে সিঙ্গাপুরে আইসিসির খোলনলচে পাল্টে ফেলতে তিন প্রভাবশালী বোর্ডের 'বিতর্কিত' প্রস্তাব পাস হয়। আইসিসির পরিচালনা ও অর্থনৈতিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় ভোট পড়ে।

এছাড়া গঠনতন্ত্রে পরিবর্তন প্রয়োজন নয় এমন প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা হাতে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড।

২০২৩ সাল নাগাদ ভবিষ্যত সফরসূচি পরিকল্পনা বা এফটিপি কার্যকর থাকছে বলে জানিয়েছে আইসিসি।

আইসিসি ক্রিকেট কমিটিতে জাতীয় দলগুলোর প্রতিনিধি হিসেবে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গ্যারি কার্স্টেনের মেয়াদ শেষ হওয়ায় অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেহম্যান ও ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসনকে নেয়ায় অনুমোদন দিয়েছে বোর্ড।