সহযোগীদের জন্য খুললো টেস্টের দুয়ার

আইসিসির সহযোগী দেশগুলোর সামনে খুলেছে টেস্টের দুয়ার, যাদের এই মর্যাদা পাওয়ার লড়াইটা হতে পারে বাংলাদেশের বিপক্ষে প্লে-অফ খেলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2014, 07:51 AM
Updated : 8 Feb 2014, 09:33 AM

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিঙ্গাপুরে শনিবার ভোটাভুটির পর তিনটি আইসিসির পরিচালনা, প্রতিযোগিতা ও অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তনের জন্য ৩ প্রভাবশালী বোর্ডের প্রস্তাব পাস হয়েছে।

প্রস্তাবে বলা হয়, দশটি টেস্ট খেলুড়ে দলের বাইরে অন্য দলগুলোকে নিয়ে আয়োজিত আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপের বিজয়ী দল টেস্ট র‌্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলের সঙ্গে প্লে-অফ খেলার সুযোগ পাবে। এ ম্যাচে জিতলে দেশটি টেস্ট মর্যাদা পাবে।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন সবার নিচে আছে।

সভায় দশটি স্থায়ী দেশের মধ্যে বাংলাদেশসহ আটটি দেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আনা প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান বোর্ড।