ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল

শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পাঁচ বছরেরও বেশি সময় পর বাংলাদেশে পূর্ণাঙ্গ সফরে এসেছে তারা। বাংলাদেশে তাদের সর্বশেষ পূর্ণাঙ্গ সফর ছিল ২০০৮ সালের ডিসেম্বরে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2014, 08:09 AM
Updated : 24 Jan 2014, 03:38 PM

এবারের সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

আগামী সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৪ ফেব্রুয়ারি থেকে।

একই ভেন্যুতে ১২ ও ১৪ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি দুটো হবে। দুটো ম্যাচই দিবা-রাত্রির।

ওয়ানডে তিনটিও হবে দিন-রাত মিলিয়ে। ১৭, ২০ ও ২২ ফেব্রুয়ারি তিনটি ওয়ানডেরই ভেন্যু শের-ই-বাংলা স্টেডিয়াম।

এবারের সফরে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না শ্রীলঙ্কা।

২০০৮ সালে শ্রীলঙ্কা দুটো টেস্টই জিতেছিল। এরপর একটি ত্রিদেশীয় টুর্নামেন্টের (তৃতীয় দল জিম্বাবুয়ে) ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে কোনো রকমে ২ উইকেটে হারিয়েছিল তারা। ঐ টুর্নামেন্টে অবশ্য
একটি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ।

গত বছরের মার্চে এশিয়া কাপে বাংলাদেশে সর্বশেষ ওয়ানডে খেলেছিল শ্রীলঙ্কা। ঐ প্রতিযোগিতায় তিনটি ম্যাচেই হেরেছিল তারা।
এরপর শ্রীলঙ্কা সফরে ভালোই সাফল্য পায় বাংলাদেশ। গলে অমীমাংসিত প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বি-শতক করেন অধিনায়ক মুশফিকুর রহিম। ঐ ম্যাচে করা ৬৩৮ রান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয় টেস্টে অবশ্য লড়াই করে ৭ উইকেটে হেরে যায় মুশফিকের দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও বাংলাদেশের পারফরম্যান্স ভালো ছিল। প্রথমটি ৮ উইকেটে হেরে গেলেও তৃতীয় ম্যাচ ৩ উইকেটে জিতে সিরিজ ড্র করেছিল তারা। দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল।
ঘরের মাঠে সর্বশেষ সিরিজেও বাংলাদেশ সফল। গত অক্টোবর-নভেম্বরে নিউ জিল্যান্ডের সঙ্গে দুই টেস্ট ড্র করার পর ওয়ানডে সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে।