শ্রীলঙ্কার নতুন কোচ পল ফারব্রেস

শ্রীলঙ্কার কোচের দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের পল ফারব্রেস। তার দুই বছরের চুক্তির মেয়াদ শুরু হবে আগামী ১ জানুয়ারি থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2013, 02:13 PM
Updated : 20 Dec 2013, 02:13 PM

শ্রীলঙ্কান ক্রিকেটের সঙ্গে ফারব্রেসের সম্পর্ক বেশ পুরনো। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত শ্রীলঙ্কার সহকারী কোচ ছিলেন তিনি। সে সময় শ্রীলঙ্কার প্রধান কোচ ছিলেন অস্ট্রেলিয়ার ট্রেভর বেইলিস।

বেইলিস ও ফারব্রেসের প্রশিক্ষণে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছিল শ্রীলঙ্কা। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স-আপও হয়েছিল তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টের পরিচালকের দায়িত্ব নেন ফারব্রেস। আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ৪০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। উইকেটরক্ষক হিসেবে ক্যাচ নিয়েছেন ৮৯টি, আর স্টাম্পিং ১২টি।

বর্তমানে আরেক কাউন্টি দল ইয়র্কশায়ারের দ্বিতীয় দলের কোচের দায়িত্বে আছেন ফারব্রেস।