নিরাপত্তা ঝুঁকিতে মাঠে যায়নি উইন্ডিজ-১৯ দল

অবরোধ ও হরতালের মধ্যে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে মাঠে যায়নি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়েরা। ফলে রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে নির্ধারিত দ্বিতীয় একদিনের ম্যাচটি একদিন পেছানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2013, 05:13 AM
Updated : 8 Dec 2013, 07:37 AM

চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান জানান, ওয়েস্ট ইন্ডিজ দলের চট্টগ্রামের ঠিকানা হোটেল আগ্রাবাদের সামনে শনিবার রাতে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে সকালে ওয়েস্ট ইন্ডিজ দল হোটেল থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নেয়।

বিসিবি ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরও সিদ্ধান্ত পাল্টায়নি অতিথি দল। ফলে ম্যাচটি সোমবার সরিয়ে নেয়া হয়।

সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই ১০৪ রানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।