সিসিএসের অবনমন

মাঠে সময় মতো পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) প্রথম বিভাগে নামিয়ে দিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2013, 03:26 PM
Updated : 24 Oct 2013, 03:49 PM

গত ৮ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিসিএস ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। নিয়মানুযায়ী খেলা শুরুর ৪৫ মিনিট আগে দলগুলোকে মাঠে পৌঁছাতে হয়।

এ প্রসঙ্গে সিসিডিএম সদস্য সচিব বলেন, “সিসিএস নির্ধারিত সময়ে পৌঁছাতে ব্যর্থ হয়। তাই নিয়মানুযায়ী তাদের ২০১২-১৩ মৌসুমের ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিক থেকে অবনমনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
সিসিএস প্রথম বিভাগে নেমে যাওয়ায় প্রিমিয়ার লিগ থেকে অবনমন হবে আরেকটি দলের।

সিসিএসকে প্রিমিয়ার লিগ থেকে বাদ দেয়ায় তাদের বিপক্ষে অর্জিত সব পয়েন্ট বাদ পড়বে।

গত মৌসুমে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ম্যাচের ভেন্যু বিকেএসপিতে পৌঁছাতে না পারায় সূর্যতরুণকে প্রথম বিভাগে নেমে যেতে হয়েছিল।

ঈদের বিরতির পর ২৭ অক্টোবর থেকে আবার প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে।