আঙ্গুলের চোটে মাঠের বাইরে সাকিব

আঙ্গুলের চোটের কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2013, 12:57 PM
Updated : 28 August 2013, 03:48 AM

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৮ অগাস্ট সিপিএল চলাকালে অনুশীলনের সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান সাকিব। এখানে তার এক্সরে করানো হয়েছে। সুক্ষ চিড় ধরা পড়েছে। তাকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।”

ইংল্যান্ডে লিস্টারশায়ারের হয়ে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি ও সিপিএল খেলে সোমবার দেশে ফিরে আসন্ন ব্যস্ত মৌসুমের জন্য নিজেকে তরতাজা করে তুলতে কয়েক দিন ক্রিকেটের বাইরে থাকতে চেয়েছিলেন সাকিব।

গত রোববার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নিলামে তাকে দলে নেয় কলাবাগান ক্রীড়া চক্র। বিসিবির ঘোষণা অনুযায়ী ৩ সেপ্টেম্বর থেকে লিগ শুরু হওয়ার কথা।