টেস্টকে গুরুত্ব দেয়ার আহ্বান সাকিবের

সাকিব আল হাসান মনে করেন, টেস্ট ক্রিকেটে উন্নতি করার জন্য বাংলাদেশের আরো বেশি টেস্ট খেলা প্রয়োজন। টেস্টে ভালো করার জন্য ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের ম্যাচের সংখ্যা বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধও জানিয়েছেন ওয়ানডের সেরা অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2013, 04:52 PM
Updated : 26 July 2013, 04:52 PM

পাকিস্তানের একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিব বলেন, “বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী টেস্ট ক্রিকেটে প্রভাব ফেলতে পারেনি। টেস্ট ক্রিকেটে আরো ভালো খেলতে হলে এখনো বাংলাদেশকে অনেক কিছু করতে হবে।”

বর্তমানে ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে লিস্টারশায়ারের হয়ে খেলা সাকিব আরো বলেন, “টেস্ট ক্রিকেটে সাফল্য পেতে হলে ঘরের মাঠে বাংলাদেশকে আরো লড়াকু দল হিসেবে গড়ে উঠতে হবে, নিজেদের ভিত শক্ত করে গড়তে হবে। আমি আশাবাদী, এর ফলে অর্জিত আত্মবিশ্বাসের মাধ্যমে বিদেশেও টেস্টে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া সম্ভব হবে।”
“ঘরোয়া ক্রিকেটে তিন ও চার দিনের ম্যাচ বেশি না খেলায় আমাদের টেস্টের সঙ্গে মানিয়ে নিতে বেশ সমস্যা হয়। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা উচিৎ।”