ইমার্জিং কাপের জন্য অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

সিঙ্গাপুরে অনুষ্ঠেয় এসিসি ইমার্জিং কাপের জন্য ১৫ সদস্যের অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2013, 12:06 PM
Updated : 23 July 2013, 12:06 PM

আগামী ১৭ থেকে ২৫ অগাস্ট দু'টি ভেন্যুতে আট জাতি টুর্নামেন্টটি হবে।

বাংলাদেশসহ চারটি টেস্ট খেলুড়ে দেশের অনূর্ধ্ব-২৩ দল টুর্নামেন্টে অংশ নেবে। সহযোগী চার দেশ আফগানিস্তান, নেপাল, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল খেলবে।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরর আমিরাত ও সিঙ্গাপুর।

‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল।

১৭ অগাস্ট কালাং ক্রিকেট মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর। সিঙ্গাপুর ক্রিকেট ক্লাব মাঠে ১৮ তারিখ শ্রীলঙ্কা এবং একই মাঠে ২২ অগাস্ট সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

দুটি সেমিফাইনাল ২৩ অগাস্ট এবং ফাইনাল ২৫ অগাস্ট হবে।

অনূর্ধ্ব-২৩ দল:

লিটন কুমার দাশ, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, আসিফ আহমেদ, আলাউদ্দিন বাবু, মাহমুদুল হাসান, নুর হোসেন, তাইজুল ইসলাম, নাজমুল হক অপু, দেওয়ান সাব্বির আহমেদ, আরিফুল হক ও আবু জায়েদ চৌধুরী।

অপেক্ষমান: কাজী নুরুল হাসান, কামরুল হাসান রাব্বি, রনি তালুকদার ও রুমান আহমেদ।