আবার শীর্ষে সাকিব

এক মাস পরই ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মোহাম্মদ হাফিজের ব্যর্থতায় হারানো গৌরব ফিরে পেয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2013, 06:25 AM
Updated : 18 June 2013, 09:24 AM

এ নিয়ে গত ছয় মাসের মধ্যে ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান চার বার বদল হলো।

গত জানুয়ারিতে সাকিবের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন হাফিজ। পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরে তার ব্যর্থতা মার্চে আবার সবার ওপরে নিয়ে যায় সাকিবকে।

কিন্তু বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে সাকিবের অনুজ্জ্বল পারফরম্যান্স গত মাসে আবার শীর্ষে পৌঁছে দেয় হাফিজকে।

ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের পয়েন্ট এখন ৩৮৭, আর হাফিজের ৩৮২। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ আরেক অলরাউন্ডার অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ৩৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন।

টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের লড়াইয়ে সাকিব অবশ্য বেশ পিছিয়ে। ৩৫৫ পয়েন্ট নিয়ে তার অবস্থান দ্বিতীয়। শীর্ষে থাকা জ্যাক ক্যালিসের পয়েন্ট ৩৭৪।