অস্ট্রেলিয়ার মেগান শাটের কীর্তি

দারুণ এক কীর্তি গড়েছেন মেগান শাট। অস্ট্রেলিয়ার এই মিডিয়াম পেসার প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন একাধিক হ্যাটট্রিক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 07:14 PM
Updated : 11 Sept 2019, 07:14 PM

গত বছর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন শাট। বোল্ড করে ফিরিয়েছিলেন স্মৃতি মান্ধানা, মিতালি রাজকে। দীপ্তি শর্মাকে ক্যাচ আউট করে অস্ট্রেলিয়ার হয়ে এই সংস্করণে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েন শাট।

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন ২৬ বছর বয়সী এই মিডিয়াম পেসার। ইনিংসের শেষ তিন বলে তুলে নেন তিন উইকেট।

চিনেলে হেনরিকে বোল্ড করে বুধবার শিকার শুরু করেন শাট। পরের বলে ফিরিয়ে দেন কারিশমা রামার‌্যাককে। শেষ বলে আফি ফ্লেচারকে বোল্ড করে ঢুকে পড়েন ইতিহাসের পাতায়। একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে গড়েন দুই সংস্করণে হ্যাটট্রিকের কীর্তি।

টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে পরপর তিন বলে উইকেট নেন শাট।