রাজ্জাকের স্পিনে খুলনার বড় জয়

জাতীয় দলে উপেক্ষিত অনেক দিন থেকেই। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি উইকেট নেন নামতা গুণে। বল হাতে আবারও তেমন পারফরম্যান্স দেখালেন আব্দুর রাজ্জাক। শেষ দিনে ৫ উইকেট নিয়ে বড় জয় এনে দিলেন খুলনাকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 08:51 AM
Updated : 25 Sept 2017, 09:26 AM

জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে সোমবার খুলনায় শেষ দিনে বরিশালের চ্যালেঞ্জ ছিল ৯০ ওভার খেলার। কিন্তু টিকতে পারল না তারা ৫০ ওভারও। গুটিয়ে গেছে ১৬৩ রানেই। খুলনার জয় ২৩৯ রানে।

১৭ ওভার বোলিং করে ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ২৯তম ৫ উইকেট। বাংলাদেশের স্পিনারদের মধ্যে ৩০ বার ৫ উইকেট নিয়ে ওপরে আছেন কেবল এনামুল হক জুনিয়র।

বরিশাল দিন শুরু করেছিল বিনা উইকেটে ৩২ রান নিয়ে। শেষ দিনে উদ্বোধনী জুটি টিকে যায় আরও কিছুক্ষণ।

রাফসান আল মাহমুদকে ফিরিয়ে ৫৮ রানের জুটি ভাঙেন মইনুল ইসলাম। বাঁহাতি স্পিনার এরপর দ্রুত নেন আরও দুটি উইকেট। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি বরিশাল। বাকি সময়টুকুতে তাদের ভোগান খুলনা অধিনায়ক রাজ্জাক।

বরিশালের হয়ে লড়াই করেছেন কেবল ওপেনার ফজলে মাহমুদ রাব্বি। বাঁহাতি ওপেনার এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু একের পর এক সঙ্গী হারিয়ে দিশাহারা তিনি। শেষ পর্যন্ত শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন ৮৮ রানে। তাকে স্টাম্পড করেই রাজ্জাক পূর্ণ করলেন ৫ উইকেট।

প্রথম ইনিংসের চারটিসহ ম্যাচে ৯ উইকেট রাজ্জাকের। তবে প্রথম ইনিংসে ১৭৭ রানের পাশাপাশি দুটি উইকেট নিয়ে ম্যাচ সেরা মেহেদি হাসান।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
খুলনা ১ম ইনিংস: ৪৪৪
 
বরিশাল ১ম ইনিংস: ২৫৮ 
 
খুলনা ২য় ইনিংস: ৪৯ ওভারে ২১৬/৭ (ডি.)
 
বরিশাল ২য় ইনিংস: (লক্ষ্য ৪০৩) ৬১ ওভারে ১৬৩ (ফজলে রাব্বি ৮৮, রাফসান ২৭, শামসুল ১, সালমান ৩, আল আমিন ১০, সোহাগ ২, নুরুজ্জামান ১৬, আবু সায়েম ০. রাব্বি ০, মনির ৮, তানভির ১*; মাশরাফি ০/১৪, মেহেদি ১/৭২, আল আমিন ০/৬, রাজ্জাক ৫/৩২, রবি ০/৫, জিয়াউর ০/১১, মইনুল ৩/১৯)।
 
ফল: খুলনা ২৩৯ রানে জয়ী
 
ম্যান অব দা ম্যাচ: মেহেদি হাসান