বৃষ্টির আগে উজ্জ্বল জহুরুল

চট্টগ্রামের বড় রানের জবাব দারুণভাবেই দিচ্ছিল রাজশাহী। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন জহুরুল ইসলাম। বাধ সাধল বৃষ্টি। থামাল জহুরুল ও রাজশাহীকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 11:40 AM
Updated : 24 Sept 2017, 11:40 AM

জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীতে রোববার প্রথম ইনিংসে চট্টগ্রাম অলআউট হয়েছে ৪৩২ রানে। রাজশাহী ১ উইকেটে ১৪৭ রান তোলার পর বৃষ্টিতে শেষ হয় তৃতীয় দিনের খেলা। ম্যাচের ভাগ্যে ড্র ছাড়া আর অন্য কিছু আপাতত চোখে পড়ছে না।

সকালে চট্টগ্রাম দিন শুরু করেছিল ৮ উইকেটে ৪১৯ রান করে। আর ১৩ রান যোগ করেই শেষ হয় তাদের ইনিংস।

রাজশাহীকে উদ্বোধনী জুটিতেই শতরান এনে দেন জহুরুল ও মাইশুকুর রহমান। ৩৬ রান করা মাইশুকুরকে ফিরিয়ে ১০৩ রানের জুটি ভাঙেন ইমরুল করিম।

দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন জহুরুল। এই জুটির এগিয়ে চলার পথেই দুপুর সোয়া একটায় নামে বৃষ্টি। আর খেলা শুরু হতে পারেনি।

১২ চারে ১১৯ বলে ৭৫ রানে অপরাজিত আছেন জহুরুল।

দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে কক্সবাজারে তৃতীয় দিনেও হয়নি খেলা। বৃষ্টি ও ভেজা আউটফিল্ড মিলিয়ে ঢাকা মেট্রো ও সিলেটের ম্যাচে টানা তৃতীয় দিন পরিত্যক্ত হলো খেলা।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম ১ম ইনিংস: ৪৩২

রাজশাহী ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৪৭/১ (মাইশুকুর ৩৬, জহুরুল ৭৫*, শান্ত ২৫*; সাইফুদ্দিন ০/৪৭, রানা ০/৩৪, বেলাল ০/২০, ইমরুল ১/৩০, রনি ০/১২)।