সাব্বির, ইমরুলের ফিফটি

চোটের জন্য দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকারের অনুপস্থিতিতে ওপেনিংয়ে ফিরে ফিফটি করেছেন ইমরুল কায়েস। প্রথম ইনিংসের পর দ্বিতীয়তেও পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 02:02 PM
Updated : 23 Sept 2017, 02:02 PM

দ্বিতীয় ইনিংসে স্পিনে ভুগেছে বাংলাদেশ। লেগ স্পিনার শন ভন বার্গ নিয়েছেন ৪ উইকেট। দুটি উইকেট নিয়েছে বাঁহাতি স্পিনার লিয়াস দু প্লয়।

ইনিংস উদ্বোধন করার সুযোগ পেয়ে ব্যর্থ লিটন দাস। প্রথম ইনিংসে দুই বলে খেলে শূন্য রানে আউট হওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান এবার ২৪ বল খেলে ফিরেছেন ২ রান করে। তৃতীয় দিন কোনো রান যোগ করতে পারেননি তিনি।

প্রথম ইনিংসে ফিফটি পাওয়া মুমিনুল হক এবার ফিরেছেন ৩৮ বলে ৬টি চারে ৩৩ রান করে। ইমরুল ৫৪ বলে ৭টি চার ও একটি ছক্কায় করেছেন ৫১ রান।

মুশফিকুর রহিমের ব্যাটিং অনুশীলন এবার ভালো হয়নি। প্রথম ইনিংসে অর্ধশতক পাওয়া অধিনায়ক ফিরেছেন ৩ রান করে। গোল্ডেন ডাক পাওয়া মাহমুদউল্লাহ ১৫।

দ্বিতীয় ইনিংসে দলের সেরা পারফরমার সাব্বির। আগেরবার ৫৮ রানে অপরাজিত থাকা ডানহাতি ব্যাটসম্যান এবার করেছেন ৬৭। ছোটো অবদান রেখেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম। তাতে ৯ উইকেটে ২৩৫ রান করে বাংলাদেশ।

দুই সেশনেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। প্রস্তুতি ম্যাচে ফল গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। দ্বিতীয় সেশন শেষ হতেই ড্র মেনে নেয় দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩০৬/৭ ইনিংস ঘোষণা

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ ১ম ইনিংস: ৩১৩/৮ ইনিংস ঘোষণা

বাংলাদেশ ২য় ইনিংস: ৬৩ ওভারে ২৩৫/৯ (লিটন ২, ইমরুল ৫১, মুমিনুল ৩৩, মুশফিক ৩, মাহমুদউল্লাহ ১৫, সাব্বির ৬৭, মিরাজ ১৪, তাইজুল ১৪, শফিউল ০, তাসকিন ১৫*, শুভাশিস ৩*; প্রিটোরিয়াস ১/৩৫, বোকাকো ১/১৯, কোহেন ১/৩৮, ভন বর্গ ৪/৭৭, দু প্লয় ২/৫১)

ফল: ড্র