চট্টগ্রামের মন্থর ব্যাটিং

টানা দ্বিতীয় ম্যাচেও রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে চট্টগ্রামের ব্যাটসম্যানদের। দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন রাজশাহীর বিপক্ষে তাদের অর্জন ৪৩ ওভারে দুই উইকেটে মাত্র ৬৭। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2017, 01:13 PM
Updated : 22 Sept 2017, 03:23 PM

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে অর্ধেক দিনের খেলা ভেসে যায় বৃষ্টিতে। মন্থর ব্যাটিং করা চট্টগ্রাম হারিয়েছে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে। 

সাকলাইন সজীবের বলে জহুরুল ইসলামের গ্লাভসবন্দি হওয়ার আগে ১৮ রান করেন ইমরুল করিম। এই রান করতে উদ্বোধনী ব্যাটসম্যান খেলেন ১০৭ বল। দ্রুত রান তোলা মাহবুবুল করিমকে বিদায় করেন সানজামুল ইসলাম।

দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন তাসামুল হক ও ইয়াসির আলি। অধিনায়ক তাসামুল ১০ রান করতে খেলেন ৮৫ বল। ইয়াসির আলি ২৪ বলে অপরাজিত ৮ রানে।
সানজামুল ১০ ওভারে মাত্র ৪ রান দিয়ে নেন একটি উইকেট। সাকলাইন ৭ রানে নেন ১ উইকেট।

দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে বৃষ্টির বাধায় প্রথম দিন মাঠে নামতে পারেনি সিলেট ও ঢাকা মেট্রো।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম ১ম ইনিংস: ৪৩ ওভারে ৬৭/২ (ইমরুল ১৮, মাহবুবুল ২২, তাসামুল ১০*, ইয়াসির ৮*; রেজা ০/১৭, শরিফুল ০/২০, মুক্তার ০/১৩, সানজামুল ১/৪, সাকলাইন ১/৭)