পদ্ম ভূষণের জন্য মনোনীত ধোনি

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্ম ভূষণের জন্য মহেন্দ্র সিং ধোনির নাম সুপারিশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 03:56 PM
Updated : 20 Sept 2017, 04:17 PM

এই পুরস্কার জয়ী একাদশ ক্রিকেটার হতে পারেন ধোনি। এর আগে এই সম্মানে ভূষিত হযেছিলেন শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, কপিল দেব, সুনীল গাভাস্কার, চান্দু বোর্দে, লালা অমরনাথ, ডিবি দেওধর, সিকে নাইডু, রাজা ভালিন্দ্র সিং ও মহারাজা অব ভিজিয়ানাগ্রাম।   

ভারতীয় ক্রিকেটের অধিনায়কদের মধ্যে সফলতম ধোনি। তার নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারত। ২০১৩ সালে ঘরে তুলে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই তিনটি ট্রফি জেতা একমাত্র অধিনায়ক ধোনিই।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৩৮০ ম্যাচ খেলা ধোনির রান ১০ হাজার ৯৪৯। আর ৯০ টেস্ট খেলে করেছেন ৪৮৭৬ রান।

চলতি মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে প্রথম উইকেটরক্ষক হিসেবে ওয়ানডেতে ১০০তম স্টাম্পিং করেন ধোনি।