মেয়েদের লিগে আবাহনী, মোহামেডানের জয়

প্রত্যাশিত জয় দিয়ে শুরু করেছে শিরোপা প্রত্যাশী দুই দল আবাহনী ও মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 04:45 PM
Updated : 19 Sept 2017, 04:59 PM

ঢাকা মহিলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার আবাহনী ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪৪ রানে হারিয়েছে গুলশান ইয়ুথকে। মোহামেডান ৮ উইকেটে হারিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে।

আবাহনী-গুলশান ইয়ুথ
 
বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে ৭৫ রান করে গুলশান ইয়ুথ। সর্বোচ্চ ৪৪ রান করেন চম্পা চাকমা। ১২ রান করে আসে সানজিদা ইসলাম ও সুরাইয়া আজমিনের ব্যাট থেকে। 
 
আবাহনীর হ্যাপি আলম (৩/৪) ও সোহেলী আক্তার (৩/১৪) নেন তিনটি করে উইকেট। 
 
জবাবে ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করে আবাহনী। এরপর বৃষ্টি নামলে আর খেলা হয়নি। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য যে রান প্রয়োজন ছিল তার চেয়ে অনেক এগিয়ে ছিল আবাহনী। মাঠ খেলার উপযোগী হওয়ার পর আর খেলা না চালিয়ে তাদের ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৪৪ রানে জয়ী ঘোষণা করা হয়। 
 
শারমিন সুলতানা ২৭ বলে ২৫ ও শারমিন আক্তার ২১ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন। দুই জনের ব্যাট থেকে আসে ৪টি করে চার।

মোহামেডান-ইন্দিরা রোড

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতে ৮৩ রানে অলআউট হয়ে যায় ইন্দিরা রোড।

সর্বোচ্চ ২০ রান করেন রিতা সাহা। ১৮ রান আসে মর্জিনা আক্তারের ব্যাট থেকে।

মোহামেডানের সালমা খাতুন (৩/৪) ও বৃষ্টি রায় (৩/১৯) নেন তিনটি করে উইকেট।

জবাবে ১৬ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।

আশফিয়া আলম ফিরেন ৩৪ বলে ৭টি চারে ৩৫ রান করে। উদ্বোধনী জুটিতে তার সঙ্গী ফাতেমা আক্তার করেন ১৭ রান। বাকিটুকু সহেজই সারেন ফারজানা হক ও তাজ নাহার।