ফরহাদ হোসেনের ব্যাটে রাজশাহীর জয়

প্রথম ইনিংসে ৭৯ রানে গুঁড়িয়ে যাওয়া রাজশাহীই শেষ হাসি হাসলো। ফরহাদ হোসেনের ব্যাটে সিলেটের বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয় তুলে নিয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 10:50 AM
Updated : 18 Sept 2017, 10:50 AM

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সোমবার ২ উইকেটে ৮৬ রান নিয়ে চতুর্থ ও শেষ দিন শুরু করে স্বাগতিকরা। জয়ের জন্য তখনও দরকার ১২৬ রান।  

জুনায়েদ সিদ্দিকের সঙ্গে ৭২ আর মাইশুকুর রহমানের সঙ্গে ৬৭ রানের জুটিতে দলকে জয়ের কাছে নিয়ে যান ফরহাদ হোসেন। ৯৯ বলে ১১টি চার আর একটি ছক্কায় ফিরেন ৭০ রান করে।

বাকিটা ফরহাদ রেজাকে নিয়ে সহজেই সেরেছেন ৩৭ রানে অপরাজিত থাকা মাইশুকুর। রাজশাহী এক সেশনেই পৌঁছে লক্ষ্যে।

প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া সায়েম আলম এবার উইকেটশূন্য। ক্যারিয়ার সেরা সেই বোলিংয়ের জন্য তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: ১২৮

রাজশাহী ১ম ইনিংস: ৭৯

সিলেট ২য় ইনিংস: ১৬২

রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ২১২) ৫১.২ ওভারে ২১২/৪ (মিজানুর ১০, জহুরুল ৩৫, জুনায়েদ ৪৬, ফরহাদ ৭০, মাইশুকুর ৩৭*, রেজা ৭*; হাসান ১/৫৮, এনামুল জুনিয়র ০/৩৪, জায়েদ ১/৪৩, সায়েম ০/১৬, নাবিল ০/২৮, শাহানুর ২/৩১)

ফল: রাজশাহী ৬ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: সায়েম আলম