মার্শাল, আসিফের অর্ধশতক

প্রথম ইনিংসে বিশাল লিড পাওয়া ঢাকা মেট্রোকে অনেকটাই নিরাপদ অবস্থানে নিয়ে গেছেন মার্শাল আইয়ুব ও আসিফ আহমেদ। দুই জনের অর্ধশতকে চট্টগ্রামকে বড় লক্ষ্য দিয়েছে মেট্রো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 01:35 PM
Updated : 17 Sept 2017, 04:12 PM

প্রথম ইনিংসে ১৩০ রানে গুটিয়ে যাওয়া চট্টগ্রামের সামনে ৩৮৪ রানের লক্ষ্য। তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে তারা করেছে ১১ রান। পিনাক ঘোষ ৮ ও মাহবুবুল করিম ৩ রানে অপরাজিত আছেন।

চতুর্থ ও শেষ দিন জয়ের জন্য ৩৭৩ রান চাই চট্টগ্রামের। মেট্রোর প্রয়োজন ১০ উইকেট।

তৃতীয় দিনের প্রায় অর্ধেক সময়ের খেলা ভেসে গেছে বৃষ্টির বাধা আর আলোকস্বল্পতায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২ উইকেটে ১২ রান নিয়ে রোববারের খেলা শুরু করে মেট্রো। প্রমোশন পেয়ে চার নম্বরে খেলা জাবিদ হোসেন ফিরেন দিনের শুরুতেই। আসিফের সঙ্গে ১১০ রানের জুটিতে চাপ সরিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান মার্শাল।

চট্টগ্রামের সেরা বোলার মেহেদী হাসান রানা ভাঙেন মেট্রোর প্রতিরোধ। ফিরিয়ে দেন চারটি চারে ৫৭ রান করা আসিফকে। বেশিক্ষণ টিকেননি শরীফউল্লাহ ও মেহরাব হোসেন জুনিয়র।

রানা মেহরাব জুনিয়রকে ফিরিয়ে দিতেই ৬ উইকেটে ১৬৯ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক। সে সময় ৮টি চারে ৭৪ রানে অপরাজিত ছিলেন মার্শাল।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৩৪৪ 
 
চট্টগ্রাম ১ম ইনিংস: ১৩০ 
 
ঢাকা মেট্রো ২য় ইনিংস: ৪৫.২ ওভারে ১৬৯/৬ ইনিংস ঘোষণা (শামসুর ০, সৈকত ৪, আসিফ ৫৭, জাবিদ ১৩, মার্শাল ৭৪*, শরীফউল্লাহ ১৩, মেহরাব জুনিয়র ৬*; রানা ৩/৩৭, শাখাওয়াত ১/৪, বেলাল ২/৫৩, সাজ্জাদ ০/৩৮, নাঈম ০/৩৪, শামিম ০/২)
 
চট্টগ্রাম ১ম ইনিংস:
(লক্ষ্য ৩৮৪)৩.৪ ওভারে ১১/০ (পিনাক ৮*, মাহবুবুল ৩*; আলি ০/১০, শরীফ ০/১)