রোমাঞ্চকর শেষের অপেক্ষা রাজশাহীতে

সিলেটকে দ্বিতীয় ইনিংসে কম রানে বেঁধে রেখে আশা বাঁচিয়ে রেখেছে রাজশাহী। দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2017, 01:05 PM
Updated : 17 Sept 2017, 04:11 PM

জয়ের জন্য ২১২ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিন শেষে রাজশাহীর সংগ্রহ ২ উইকেটে ৮৬ রান। শেষ দিন তাদের দরকার আরও ১২৬ রান। সিলেটের প্রয়োজন শেষ ৮ উইকেট।

প্রথম ইনিংসে পাঁচ নম্বরে ব্যাটিং করা জহুরুল ইসলাম ওপেনিংয়ে ফিরে দলকে পথ দেখিয়েছেন সামনে থেকে। ৭০ বলে অধিনায়ক খেলেছেন ৩৫ রানের দায়িত্বশীল ইনিংস।

জুনায়েদ সিদ্দিক ২৮ ও ফরহাদ হোসেন ১০ রানে অপরাজিত আছেন। ব্যাটিং দুরূহ উইকেটে তাদের কাঁধে অনেক দায়িত্ব।

এর আগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৫ উইকেটে ৯০ নিয়ে রোববারের খেলা শুরু করে সিলেট। প্রথম ইনিংসে ৩৯ রানের লিড পাওয়া দলটির দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৬২ রানে।

আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান শাহানুর রহমান ও আনোয়ার আকবর ফিরেন দ্রুত। আবুল হাসান ও এনামুল হক জুনিয়রের ২৫ রানের দুটি জুটিতে দেড়শ ছাড়ায় সিলেটের সংগ্রহ।

রাজশাহীর ফরহাদ রেজা ও সাকলাইন সজীব নেন তিনটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট ১ম ইনিংস: ১২৮

রাজশাহী ১ম ইনিংস: ৭৯

সিলেট ২য় ইনিংস: ৭৫.৫ ওভারে ১৬২ (ইমতিয়াজ ১০, শানাজ ০, সায়েম ৪, কাপালী ৫, রাজিন ৩৯, শাহানুর ৩০, আকবর ১০, হাসান ২৫, এনামুল জুনিয়র ২৫, নাবিল ৭*, জায়েদ ০; রেজা ৩/২৮, মুক্তার ১/৩০, সুজন ০/১৬, সাকলাইন ২/২৭, শরিফুল ২/৩৮, মাইশুকুর ০/১৬)

রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ২১২) ২৮ ওভারে ৮৬/২ (মিজানুর ১০, জহুরুল ৩৫, জুনায়েদ ২৮*, ফরহাদ ১০*; হাসান ১/২৯, এনামুল  জুনিয়র ০/২, জায়েদ ১/১৫, সায়েম ০/১৬, নাবিল ০/৯, শাহানুর ০/১৪)