কম্বিনেশন, কন্ডিশনের বিবেচনায় নেই নাসির

দুই বছর পর টেস্ট দলে ফিরে এক সিরিজ পরেই বাদ নাসির হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব ভালো কিছু করতে পারেননি অফ স্পিনিং অলরাউন্ডার। তবে ওই পারফরম্যান্স নয়, কম্বিনেশন-কন্ডিশনের বিবেচনায় তিনি বাদ পড়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 01:40 PM
Updated : 11 Sept 2017, 02:47 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তেমন কিছু করতে পারেননি নাসির। ঢাকা টেস্টে ২৩, ০ রানের দুটি ইনিংসের পর চট্টগ্রামে ৪৫, ৫। শেষ ইনিংসে ব্যাট করেছিলেন চার নম্বরে। সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

সোমবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণার পর নাসিরের বাদ পড়ার ব্যাখ্যা দেন মিনহাজুল।

“আমরা কিন্তু দেশে এক ধরনের ক্রিকেট খেলি, বিদেশে আরেক রকম। ভারসাম্য রাখতেই কিন্তু আমরা দুইভাবে চিন্তা করি। আমাদের একটা পুল আছে, সেখান থেকেই আমরা খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করি অথবা বাদ দিই।”

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পাঁচ পেসার। স্পিন আক্রমণে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। বাউন্সি উইকেটে ভালো খেলার রেকর্ড দলে ফিরিয়েছেন মাহমুদউল্লাহকে। পেস সহায়ক উইকেটে ব্যাটিংয়ে দুর্বলতা কাল হয়েছে নাসিরের জন্য।   

“এখানে দলের একটা পরিকল্পনার ব্যাপার আছে। কম্বিনেশনের ব্যাপার আছে। ওখানে যেহেতু বাউন্সি উইকেট খেলা, সেখানে ওর ব্যাটিং দুর্বলতার কথা চিন্তা করে তাকে বাদ দেয়া হয়েছে।”