ম্যাচ ফি বাড়ল জাতীয় লিগে

ম্যাচ ফি বেড়েছে জাতীয় ক্রিকেট লিগে। প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্টে বাড়ানো হয়েছে ভ্রমণ ও দৈনন্দিন ভাতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 12:50 PM
Updated : 11 Sept 2017, 12:50 PM

চার দিনের ক্রিকেটের টুর্নামেন্ট শুরু হবে শুক্রবার। এবারের আসরে খেলা হবে পাঁচটি ভেন্যুতে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আকরাম খান জানান, এখনও ততটা প্রতিযোগিতামূলক হতে পারেনি জাতীয় ক্রিকেট লিগ। যে আশা থেকে দুই স্তরে নেওয়া হয়েছিল তা এখনও পূরণ হয়নি।     

জাতীয় ক্রিকেট লিগে ২৫ হাজার টাকা থেকে ম্যাচ ফি করা হয়েছে ৩৫ হাজার টাকা। ভ্রমণ ভাতা ২ হাজার থেকে বেড়ে হয়েছে আড়াই হাজার টাকা। ১ হাজার টাকার জায়গায় দৈনন্দিন ভাতা দেওয়া হবে দেড় হাজার টাকা।

এবার ঢাকায় কোনো ম্যাচ হবে না। খেলা হবে সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী।

প্রথম স্তরে গতবারের চ্যাম্পিয়ন খুলনার সঙ্গী ঢাকা, বরিশাল ও দ্বিতীয় স্তর থেকে উঠে আসা রংপুর। দ্বিতীয় স্তরে সিলেট, চট্টগ্রাম, রাজশাহীর সঙ্গী প্রথম স্তর থেকে নেমে যাওয়া ঢাকা মেট্রো।