টেন্ডুলকারের রেকর্ড রেটিং ছুঁলেন কোহলি

শচীন টেন্ডুলকারের কিছু রেকর্ড ছুঁয়েছেন বিরাট কোহলি, কিছু ছাড়িয়েছেন। আবার কোনো কোনো রেকর্ডের পিছু ছুটছেন। এগিয়ে চলার পথচলায় কোহলি স্পর্শ করলেন টেন্ডুলকারের সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2017, 08:42 AM
Updated : 4 Sept 2017, 08:43 AM

১৯৯৮ সাল ছিল টেন্ডুলকারের ওয়ানডে ক্যারিয়ারের দারুণ সাফল্যপ্রসবা এক বছর। দারুণ সব ইনিংস খেলেছিলেন সে বছর। সেবার আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিয়ে টেন্ডুলকার অর্জন করেছিলেন ৮৮৭ রেটিং পয়েন্ট, ভারতীয়দের মধ্যে যেটি এখনও রেকর্ড। এবার কোহলি স্পর্শ করলেন টেন্ডুলকারের সেই অর্জন।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুটি সেঞ্চুরিতে ৩৩০ রান করেছেন কোহলি। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আরও সংহত করেছেন নিজের শীর্ষস্থান। দুইয়ে থাকা ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যবধান বাড়িয়ে করেছেন ২৬ পয়েন্ট।

শ্রীলঙ্কা সিরিজের পারফরম্যান্সে সেরা দশে ফিরেছেন রোহিত শর্মা। ৫ ধাপ এগিয়ে এখন তিনি নয়ে। সেরা দশে ঢুকেছেন মহেন্দ্র সিং ধোনিও। ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন দশে।

শ্রীলঙ্কা সিরিজের পারফরম্যান্সেই র‌্যাঙ্কিংয়ে চোখধাঁধানো উন্নতি করেছেন জাসপ্রিত বুমরাহ। রেকর্ড ১৫ উইকেট নিয়ে ভারতীয় পেসার একলাফে এগিয়েছেন ২৭ ধাপ। ৩১ থেকে সরাসরি উঠে এসেছেন চার নম্বরে!

১০ ধাপ এগিয়ে বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল উঠে এসেছেন দশে। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সাকিব আল হাসান।

দলীয় র‌্যাঙ্কিংয়ে ভারত আছে তিন নম্বরেই। তবে ৫ ম্যাচ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে তাদের অর্জন ৩ পয়েন্ট। ১১৭ পয়েন্ট নিয়ে তাদের পয়েন্ট এখন অস্ট্রেলিয়ার সমান। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ১১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা।

৫-০তে হেরে শ্রীলঙ্কা হারিয়েছে দুটি পয়েন্ট। ২০১৯ বিশ্বকাপে তাদের সরাসরি অংশগ্রহণ পড়ে গেছে অনিশ্চয়তায়।