‘লায়নের জন্য প্রস্তুত বাংলাদেশ’

টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন নাথান লায়ন। ইমরুল কায়েস জানিয়েছেন, এই অফ স্পিনারের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 01:16 PM
Updated : 22 August 2017, 01:16 PM

বাংলাদেশে সবশেষ টেস্টে সিরিজে স্বাগতিক ব্যাটসম্যানদের ভুগিয়েছেন ইংলিশ অফ স্পিনিং অলরাউন্ডার মইন আলি। ২২.৪০ গড়ে নিয়েছিলেন ১১ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের একাদশে থাকতে পারেন টপ অর্ডারের তিনসহ ছয় বাঁহাতি ব্যাটসম্যান। ২৯ বছর বয়সী লায়নের পরীক্ষার সামনে পড়তে হতে পারে তাদের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার দলের অনুশীলন শেষে ইমরুল বলছিলেন, লায়নকে সামলাতে নিজেদের প্রস্তুতি নিয়ে।

“আমার মনে হয়, লায়ন বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার। আমরা তাকে খেলতে প্রস্তুত। শুধু আমি নই, দলের সবাই প্রস্তুত। আমরা জানি, এখানে উইকেট থেকে সে কিছুটা সহায়তা পাবে। ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলেছি। আশা করি, অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা ভালো কিছু পারবো।”

জশ হেইজেলউড, প্যাট কামিন্স আর জ্যাকসন বার্ডে গড়া পেস আক্রমণেও চ্যালেঞ্জ দেখছেন ইমরুল।

“আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় নয় বছর ধরে খেলছি। প্রায় সব দলেরই খুব ভালো পেস আক্রমণ আছে। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে তেমন একটি পেস আক্রমণের বিপক্ষে আমরা খেলেছি। ওদের বিপক্ষে যখন ঠিকঠাক খেলতে পেরেছি আশা করি, এদেরও খেলতে পারবো।”