উইন্ডিজ ওয়ানডে দলে গেইল, স্যামুয়েলস

লম্বা অনুপস্থিতির পর ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফিরেছেন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 09:16 PM
Updated : 21 August 2017, 09:16 PM

২০১৫ সালের মার্চে শেষ ওয়ানডে খেলেছিলেন গেইল। এই সংস্করণে স্যামুয়েলস শেষ দেশের হয়ে খেলেছিলেন ২০১৬ সালে।

দুই তারকার সঙ্গে দলে ফিরেছেন পেসার জেরোম টেইলর। বাদ পড়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার রোস্টন চেইস। 

চোট থেকে সেরে উঠার প্রক্রিয়ায় থাকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো নেই দলে। বোর্ড প্রধানের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলা ড্যারেন ব্রাভো এখনো ফিরতে পারেননি জাতীয় দলে। 

ভারতের বিপক্ষে জুন-জুলাইয়ে খেলা ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন কেবল চেইস। 

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ১৯ থেকে ২৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল:
সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, মিগুয়েল কামিন্স, ক্রিস গেইল, জেসন হোল্ডার (অধিনায়ক), কাইল হোপ, শাইপ হোপ, আলজারি জোসেপ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, রোভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস, জেরোম টেইলর, কেসরিক উইলিয়ামস।