সহজাত ব্যাটিংয়েই নাসিরের আস্থা

টেস্টে সাফল্য পেতে সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে আস্থা রাখছেন নাসির হোসেন। একই সঙ্গে সময়ের দাবি আর দলের চাওয়াকেও দিতে চান গুরুত্ব। অফ স্পিনিং অলরাউন্ডারের বিশ্বাস, নিজের মতো করে খেলেই জায়গা পাকা করতে পারবেন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 10:55 AM
Updated : 20 August 2017, 10:55 AM

নাসিরের জন্য কাজটা অবশ্য সহজ নয়। ক্রিজে আসার সময় বিশেষজ্ঞ ব্যাটসম্যানের সঙ্গে সাধারণত একটির বেশি জুটি গড়ার সুযোগ হয় না। বেশিরভাগ সময়ে খেলতে হয় টেলএন্ডারদের নিয়ে। নাসির জানান, এবার সব পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত।

“আমি যতটুকু বুঝছি, যদি খেলার সুযোগ হয় তাহলে ৬ কিংবা ৭ নম্বরে খেলবো। এই সময়ে আরও দুয়েকজন ব্যাটসম্যান থাকে। বাদ বাকি যারা থাকে তারা টেলএন্ডার।”

“আমার সঙ্গে যখন ব্যাটসম্যান থাকে তখন চেষ্টা করি ইনিংসটাকে বড় করার জন্য। এরপর টেলএন্ডাররা চলে এলে চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব স্কোর বোর্ডে কিছু রান যোগ করতে। আমার পরিকল্পনা এটাই থাকবে, আমি এভাবেই চিন্তা করে রেখেছি।”

নিজের ব্যাটিংয়ের ধরন ঠিক রেখেই সুযোগ দুই হাতে কাজে লাগাতে চান নাসির।

“সবার সহজাত কিছু খেলা থাকে। আমার সবাই সহজাত ক্রিকেটটাই খেলার চেষ্টা করি। চট্টগ্রামে (প্রস্তুতি ম্যাচে) বলেন, অনুশীলনে বলেন সব জায়গাতেই আমি ওভাবেই খেলার চেষ্টা করি।”