তৃতীয় টেস্টের শ্রীলঙ্কা দলে চামিরা, গামাগে

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য দুই পেসার দুশমন্থ চামিরা ও লাহিরু গামাগেকে ডেকেছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 09:48 AM
Updated : 11 August 2017, 09:48 AM

গলে প্রথম টেস্টে অভিষেক হওয়া ব্যাটসম্যান দানুশকা গুনাথিলকা পরের টেস্টে একাদশে জায়গা হারিয়েছিলেন। এবার দল থেকেই বাদ পড়ে গেলেন।

চোটের জন্য ১৫ সদস্যের দলে নেই পেসার নুয়ান প্রদিপ। বিশ্রাম দেওয়া বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে।

প্রদিপ না থাকায় গত ডিসেম্বরের পর থেকে কোনো টেস্ট না খেলা চামিরার দলে ফেরা প্রত্যাশিতই ছিল। গতির ঝড় তোলা এই পেসার অবশ্য এখনও টেস্ট ক্রিকেটে পায়ের নিচে মাটি খুঁজে পাননি। ২৫ বছর বয়সী চামিরা ৬ টেস্টে এ পর্যন্ত নিয়েছেন ২২ উইকেট।

টেস্টে এখনও শ্রীলঙ্কার হয়ে খেলা হয়নি গামাগের। দেশের হয়ে ৫টি ওয়ানডে খেলেছেন, যার শেষটি ২০১৫ সালের জুলাইয়ে। সাম্প্রতিক সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নজর কাড়া তেমন কিছু না করা ২৯ বছর বয়সী পেসারের দলে আসাটা খানিকটা বিস্ময় হয়েই এসেছে। ভারতের বিপক্ষে গত মাসের প্রস্তুতি ম্যাচেও ১৭ ওভার বল করে ছিলেন উইকেটশূন্য।

চামিরা, গামাগেকে নিয়ে শ্রীলঙ্কা দলে পেসার এখন চার জন। আগে থেকেই আছেন লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

পাল্লেকেলেতে রোববার শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। সিরিজ ২-০ ব্যবধানে এরই মধ্যে জিতে নিয়েছে ভারত।

তৃতীয় টেস্টের শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দুশমন্থ চামিরা, লাহিরু গামাগে, লাকশান সান্দাকান, মালিন্দ পুস্পকুমারা।