পাল্লেকেলে টেস্টে নিষিদ্ধ জাদেজা

২৪ মাসের মধ্যে ছয়টি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় পাল্লেকেলেতে সিরিজের টেস্টে নিষিদ্ধ হয়েছেন রবীন্দ্র জাদেজা। সঙ্গে ভারতীয় অলরাউন্ডারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2017, 03:09 PM
Updated : 6 August 2017, 03:09 PM

তিনটি ডিমেরিট পয়েন্ট নিয়ে কলম্বো টেস্ট শুরু করেছিলেন জাদেজা। পয়েন্টগুলো পেয়েছিলেন ২০১৬ সালের অক্টোবরে ইন্দোর টেস্টে পিচের ওপর দিয়ে দৌঁড়ানোয়। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানের দিকে বিপজ্জনকভাবে বল ছুড়ে মারায় আরও তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।

স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের ৫৮তম ওভারে নিজের বলে ফিল্ডিং করে ব্যাটসম্যান মালিন্দ পুস্পকুমারার দিকে বল ছুড়েছিলেন জাদেজা। ওই কাণ্ডে নিজের দোষ স্বীকার করেছেন এই অলরাউন্ডার।

আম্পায়ার রিচি রিচার্ডসনের দেওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার শাস্তি মেনে নিয়েছেন জাদেজা।

ভারতের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে অর্ধশতক ও পাঁচ উইকেট নেওয়া জাদেজা জিতেন ম্যাচ সেরার পুরস্কার। তার নৈপুণ্যে দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৫৩ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ভারত। আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে জাদেজার জায়গায় দেখা যেতে পারে বাঁহাতি লেগ স্পিনার কুলদিপ যাদবকে।