টেস্টের প্রথম সকালেই ছিটকে গেলেন গুনারত্নে

ক্যাচটি সহজই ছিল। কিন্তু আসেলা গুনারত্নে শুধু বল মাটিতেই ফেললেন না, নিজেই ছিটকে গেলেন ম্যাচ থেকে। ক্যাচ নিতে গিয়ে চির ধরল আঙুলে, লঙ্কান অলরাউন্ডারকে নেওয়া হলো গল থেকে কলম্বোয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 09:09 AM
Updated : 26 July 2017, 09:09 AM

শ্রীলঙ্কা-ভারত প্রথম টেস্টের প্রথম সকালের ঘটনা। ৩১ রানে লাহিরু কুমারার বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিলেন শিখর ধাওয়ান। বাঁদিকে নিচু হয়ে ক্যাচটি নিতে গিয়েই বিপত্তি। গুনারত্নের আঙুলে ছোবল দিয়ে বল মাটিতে, ভূপাতিত তিনি নিজেও।

তীব্র ব্যথা নিয়ে গুনারত্নে ছাড়লেন মাঠ। স্ক্যান করে দেখা গেল বাঁহাতের বুড়ো আঙুলে চির। অস্ত্রোপচারের জন্য তাকে দ্রুতই নেওয়া হয় কলম্বোয়। এই ম্যাচে তো আর খেলতে পারবেনই না, এই সিরিজে আর তার খেলা নিয়েই এখন সংশয়।

ম্যাচের আগেই নিউমোনিয়ায় অধিনায়ক দিনেশ চান্দিমালকে হারানো শ্রীলঙ্কার জন্য এটি বড় এক ধাক্কা। আগের টেস্টেই রেকর্ড রান তাড়ায় জিম্বাবুয়েকে হারানো টেস্টে ম্যাচ সেরা ছিলেন গুনারত্নে। ৬ টেস্টে তার ব্যাটিং গড় ৫৬.৮৮, উইকেট নিয়েছেন ৩টি।