পছন্দের ২ সহকারীকেই পেলেন শাস্ত্রি

ভারতের কোচিং প্যানেলের নাম ঘোষণার পরই ছিল নানা গুঞ্জন। শোনা যাচ্ছিলো, দুই সহকর্মীকে নিয়ে আপত্তি আছে নতুন কোচ রবি শাস্ত্রির। শেষ পর্যন্ত সেসবই সত্যি হলো। পাল্টে গেলো আগের ঘোষণা। নতুন করে জানানো হলে, ভারতের বোলিং কোচ হচ্ছেন ভরত অরুন, সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2017, 02:44 PM
Updated : 19 July 2017, 02:44 PM

গত ১১ জুলাই ভারতের নতুন কোচ হিসেবে জানানো হয় রবি শাস্ত্রির নাম। সঙ্গে ঘোষণা করা হয় বোলিং কোচ জহির খান ও বিদেশ সফরে ব্যাটিং উপদেষ্টা রাহুল দ্রাবিড়ের নাম।

কিন্তু শাস্ত্রি চাইছিলেন নিজের পছন্দের কোচিং স্টাফ। কয়েক দিনের টানাপোড়েন শেষে শেষ পর্যন্ত নতুন কোচের দাবি মেনে নিয়েছে বিসিসিআই। মঙ্গলবার বোর্ডের সঙ্গে সভা শেষে সংবাদমাধ্যমকে শাস্ত্রি নিজেই জানান নতুন বোলিং ও সহকারী কোচের নাম।

শাস্ত্রির মতোই ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি এই দুজনের সঙ্গে। ফিল্ডিং কোচ আর শ্রিধর তো আছেনই। সব মিলিয়ে আগেরবার দায়িত্বে থাকার সময়কার কোচিং স্টাফদেরই আবার পেলেন শাস্ত্রি। বাঙ্গারকে দারুণ পছন্দ অধিনায়ক বিরাট কোহলিরও।

তবে ভূমিকা বদলে রাখা হচ্ছে দ্রাবিড় ও জহিরকেও। দুজন থাকবেন উপদেষ্টা হিসেবে। শাস্ত্রি জানালেন, এই দুজনের সঙ্গে কথাও হয়েছে তার।

“তিন-চারদিন আগে দুজনের সঙ্গেই কথা হয়েছে আমার। ভারতের হয়ে তারা ছিল অসাধারণ ক্রিকেটার। দুজনের পরামর্শই হবে অমূল্য।”