শ্রীলঙ্কার সিরিজ হারে উইন্ডিজের আলোর রেখা

জিম্বাবুয়ের কাছে কেবল প্রথমবারের মতো সিরিজই হারেনি শ্রীলঙ্কা, খুইয়েছে মহা গুরুত্বপূর্ণ ৫ পয়েন্ট। অ্যাঞ্জেলো ম্যাথিউসদের এই ক্ষতি আশীর্বাদ হয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। ক্ষীণ হলেও সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার আশা বেঁচে আছে জেসন হোল্ডারের দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 02:42 PM
Updated : 11 July 2017, 02:42 PM

ভারতের কাছে ৩-১ ব্যবধানে পাঁচ ম্যাচের সিরিজে হেরেছে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে তিন ম্যাচ হারলেও একটি রেটিং পয়েন্ট পেয়েছে তারা। তাদের পয়েন্ট এখন ৭৮।

১১ নম্বর দল জিম্বাবুয়ের কাছে ৩-২ ব্যবধানে সিরিজ হারা শ্রীলঙ্কার পয়েন্ট ৮৮। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে আছে তারা। সিরিজ শুরুর আগে ব্যবধান ছিল ১৬।

অগাস্ট-সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেখানে দুটি ম্যাচ জিতলেই অষ্টম ও শেষ দল হিসেবে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে তাদের।

আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ সেপ্টেম্বর একটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী বিশ্বকাপের কাট-অফ টাইম ৩০ সেপ্টেম্বরের আগে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তারা।

আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা যদি এক ম্যাচও জিতে তাহলে নিজিদের সিরিজ ৫-০ ব্যবধানে জিততে হবে হোল্ডারদের। লঙ্কারা ৫-০ ব্যবধানে ভারতের কাছে হারলে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অন্তত ৪-০ ব্যবধানে জিততে হবে।

ইংল্যান্ড ও আগামী ৩০ সেপ্টেম্বর আইসিসি র‌্যাঙ্কিংয়ের সেরা সাত দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নিচের চার দল এবং আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের সেরা চার দল খেলবে বিশ্বকাপের বাছাই পর্বে। ২০১৮ সালের সেই আসরের সেরা দুই দল পাবে বিশ্বকাপের টিকেট।

দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং: ১১ জুলাই

দেশ-পয়েন্ট

দক্ষিণ আফ্রিকা: ১১৯

অস্ট্রেলিয়া: ১১৭

ভারত: ১১৪

ইংল্যান্ড: ১১৩

নিউ জিল্যান্ড: ১১১

পাকিস্তান: ৯৫

বাংলাদেশ: ৯৪

শ্রীলঙ্কা: ৮৮

ওয়েস্ট ইন্ডিজ: ৭৮

আফগানিস্তান: ৫৪

জিম্বাবুয়ে: ৫২

আয়ারল্যান্ড: ৪১