সিপিএলে খেলতে বোর্ডের অনুমতির অপেক্ষায় মিরাজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের সবুজ সংকেত পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তরুণ এই অফ স্পিনিং অলরাউন্ডার আশাবাদী শিগগির বোর্ডের অনাপত্তি পত্র পেয়ে যাবেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 01:00 PM
Updated : 11 July 2017, 01:00 PM

৪ অগাস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সেন্ট লুসিয়া স্টার্সের মুখোমুখি হবে মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। প্রতিযোগিতায় মিরাজ খেলতে চান শুরু থেকেই। 

“খেলতে গেলে বোর্ড থেকে একটা চিঠি (অনাপত্তি পত্র) নিতে হয়। আশা করছি, দ্রুতই সেটা পেয়ে যাব।”

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, কোচ হাথুরুসিংহের কাছ থেকে মিলেছে খেলতে যাওয়ার অনুমতি।

“তারা বলেছেন, কন্ডিশনিং ক্যাম্প শেষে তুমি যেতে পারবে। …. বোর্ডের চিঠি পাওয়ার পরই সব চূড়ান্ত হবে। আশা করি এ মাসের শেষের দিকে যাব।”

গত সোমবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেটারদের তিন সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প।

সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলতে যাচ্ছেন মিরাজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আগেভাগেই ফিরতে হবে ১৯ বছরে বয়সী ক্রিকেটারকে। আগামী ১৮ অগাস্ট বাংলাদেশে পা রাখবে স্টিভেন স্মিথের দল। সিপিএলের ফাইনাল হবে ৯ সেপ্টেম্বর, তার আগের দিন শেষ হওয়ার কথা বাংলাদেশের দ্বিতীয় টেস্ট।

ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব মিরাজের। ২ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সিরিজটি ড্র করতে বড় অবদান রাখেন এই তরুণ। সম্প্রতি শ্রীলঙ্কায় বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার।

গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নেন মিরাজ।