সান্দাকান-হাসারাঙ্গার স্পিনে সমতায় শ্রীলঙ্কা

দুদিন আগে এই মাঠেই তুলোধুনো হয়েছিলেন লঙ্কান স্পিনাররা। সেই বধ্যভূমিতেই এবার ঘূর্ণিবলের ফুল ফোটাল বদলে যাওয়া লঙ্কার স্পিন আক্রমণ। আগের ম্যাচে না থাকা লাকশান সান্দকান ছোবল দিলেন মিডল অর্ডারে। অভিষেকেই হ্যাটট্রিক কীর্তিতে লেজ মুড়িয়ে দিলেন ভানিদু হাসারাঙ্গা। সমতায় ফিরল শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2017, 11:10 AM
Updated : 2 July 2017, 11:10 AM

দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। সমতা ফিরিয়েছে ৫ ম্যাচের সিরিজে।

গলে আগের ম্যাচে রেকর্ড রান তাড়ায় জয়ী জিম্বাবুয়ে এদিন গুটিয়ে গেল ১৫৫ রানেই। শ্রীলঙ্কা জিতেছে ৩০.১ ওভারেই।

বাজে ফিল্ডিংয়ের কারণে সাম্প্রতিক সময়ে দারুণ সমালোচিত শ্রীলঙ্কা এদিনও ছেড়েছে তিনটি ক্যাচ। তবে পুষিয়ে দিয়েছেন বোলাররা।

আগের ম্যাচে দারুণ সেঞ্চুরিত জিম্বাবুয়ের নায়ক সলোমন মিরে এবার দেখলেন মুদ্রার উল্টো পিঠ। নুয়ান প্রদিপ ফেরালেন তাকে শূন্য রানেই।

দ্বিতীয় উইকেটে হ্যামিল্টন মাসাকাদজা ও ক্রেইগ আরভিন অনেকটা সামাল দিয়েছিলেন শুরুর ধাক্কা। ৫৬ রানের জুটি ভাঙেন লঙ্কার ব্রেক থ্রু স্পেশালিস্ট আসেলা গুনারত্নে। দারুণ খেলতে থাকা মাসাকাদজাকে (৪১) ফেরান দুর্দান্ত ফিরতি ক্যাচে।

বাকি সময়টুকু শুধুই লঙ্কান স্পিনারদের। খরুচে হওয়ার ভয়ে যাকে রঙিন পোশাকে নিয়মিত খেলায় না শ্রীলঙ্কা, সেই সান্দাকানই গড়ে দিলেন জয়ের ভিত। রান বেশ গুণেছেন ঠিকই, তবে চায়নাম্যান বোলার আসল কাজটি করেছেন চার উইকেট নিয়ে।

মাঝে অফ স্পিনে শন উইলিয়ামসকে ফিরিয়েছেন দানুশকা গুনাথিলাকা। শেষটা করেছেন অভিষিক্ত লেগ স্পিনিং অলরাউন্ডর হাসারাঙ্গা। সপ্তম বোলার হিসেবে এসেছিলেন আক্রমণে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের তৃতীয় ওভারেই হ্যাটট্রিক!

ওয়ানডেতে লেগ স্পিনে হ্যাটট্রিক করা প্রথম বোলার হাসারাঙ্গা; অভিষেকে হ্যাটট্রিক করা তৃতীয়। উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে লেগে বোল্ড হলেন ম্যালকম ওয়ালার। দুই লোয়ার অর্ডার আউট হলেন দারুণ দুটি গুগলিতে। জিম্বাবুয়ে শেষ ৩৩.৪ ওভারেই।

শ্রীলঙ্কার রান তাড়ার শুরুটা ছিল নড়বড়ে। ইনিংসের তৃতীয় ওভারেই টেন্ডাই চাতারা তুলে নেন গুনাথিলাকা ও কুসল মেন্ডিসকে।

তৃতীয় উইকেটে অবশ্য শঙ্কাটা উড়িয়ে দেয় লঙ্কা। নিরোশান ডিকভেলা ও উপুল থারাঙ্গা গড়েন ৬৭ রানের জুটি। ৩৫ রানে ডিকভেলা আউট হলেও এরপর আর উইকেট হারায়নি শ্রীলঙ্কা। ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিয়ে ফিরেছেন থারাঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস।

আগের ম্যাচে অপরাজিত ৭৯ রানের পর থারাঙ্গা এবার অপরাজিত ৭৫ রানে। ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা অবশ্য সান্দাকান।

সিরিজের পরের ম্যাচ হাম্বানটোটায়, আগামী বৃহস্পতিবার।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ৩৩.৪ ওভারে ১৫৫ (মাসাকাদজা ৪১, মিরে ০, আরভিন ২২, উইলিয়ামস ১৩, রাজা ৮, বার্ল ৯, ওয়ালার ৩৮, মুর ১১, ক্রিমার ১*, টিরিপানো ০, চাতারা ০; মালিঙ্গা ০/১৭, প্রদিপ ১/১৮, চামিরা ০/২৩, সান্দাকান ৪/৫২, গুনারত্নে ১/১৫, গুনাথিলাকা ১/৯, হাসারাঙ্গা ৩/১৫)।

শ্রীলঙ্কা: ৩০.১ ওভারে ১৫৮/৩ (ডিকভেলা ৩৫, গুনাথিলাকা ৮, মেন্ডিস ০, থারাঙ্গা ৭৫*, ম্যাথিউস ২৮*; চাতারা ২/৩৩, রাজা ০/৩৪, টিরিপানো ০/৬, ক্রিমার ১/৪৬, উইলিয়ামস ০/২০, বার্ল ০/১৫)।

ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ১-১ সমতা

ম্যান অব দা ম্যাচ: লাকশান সান্দাকান