উইন্ডিজ দলে আরেক হোপ

‘ছোট’ হোপ এর মধ্যেই দেখিয়েছেন বড় ভবিষ্যতের ছবি। এবার নতুন আশা নিয়ে এলেন ‘বড়’ হোপ। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শাই হোপের বড় ভাই কাইল হোপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 06:26 AM
Updated : 28 June 2017, 06:26 AM

ভারতের বিপক্ষে সিরিজের শেষ তিন ওয়ানডের দলে নতুন মুখ আছে আরও একটি। সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান সুনিল আমব্রিস। দুই নতুনকে জায়গা দিতে ১৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন জোনাথন কার্টার ও কেসরিক উইলিয়ামস।

২৮ বছর বয়সী কাইল হোপ ঘরোয়া ক্রিকেটে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে গত শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছিলেন একটি সেঞ্চুরি ও ৮১। ঘরোয়া চার দিনের ম্যাচের টুর্নামেন্টে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৪৯ রান।

কাইলের ৫ বছরের ছোট শাই হোপ ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও পর্যন্ত ১৫ ওয়ানডেতে এক সেঞ্চুরিতে ৫২৪ রান করেছেন ৪৩.৬৬ গড়ে। খেলে ফেলেছেন ১০টি টেস্টও।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে, পরেরটিতে জিতেছে ভারত। তৃতীয়টি আগামী শুক্রবার অ্যান্টিগায়।

ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রোস্টন চেইস, মিগুয়েল কামিন্স, কাইল হোপ, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল।