লাহোরে বিশ্ব একাদশের ম্যাচে আইসিসির সমর্থন

সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে লাহোরে বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলতে পারে পাকিস্তান। দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পিসিবির প্রচেষ্টায় সমর্থন দিয়েছে আইসিসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 10:48 AM
Updated : 24 June 2017, 10:48 AM

ওই তিন ম্যাচ পেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা।

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থার জানিয়েছিলেন, সেপ্টেম্বরে বিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানে তিন ম্যাচের একটি সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে তাদের।

লন্ডনে আইসিসির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, এই সিরিজ নিয়ে কাজ এগিয়ে চলছে। এতে সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

২০০৯ সালে সফররত শ্রীলঙ্কা দলের বাসে লাহোরে সন্ত্রাসী হামলার পর থেকে আফগানিস্তান ও জিম্বাবুয়ে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলতে পাকিস্তানে যায়নি আর কোনো দল। ২০১৫ সালে জিম্বাবুয়ে দলের সফরের সময় গাদ্দাফি স্টেডিয়ামের মাত্র আটশ মিটার দূরে বোমা বিস্ফোরণে মারা যায় দুই জন।

গত ৫ মার্চ পিএসএলের ফাইনাল হয় লাহোরে। কোনো দুর্ঘটনা ছাড়াই বিদেশি ক্রিকেটারদের নিয়ে সফলভাবে শেষ হয় সেই ম্যাচ।