নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাভাল, গ্র্যান্ডহোম, ব্রুম

উদ্বোধনী ব্যাটসম্যান জিত রাভাল,  অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও মিডল অর্ডার ব্যাটসম্যান নিল ব্রুম আগামী মৌসুমের জন্য নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 10:27 AM
Updated : 23 June 2017, 10:31 AM

পেসার ডগ ব্রেসওয়েল, অফ স্পিনার মার্ক ক্রেইগের জায়গা হয়নি ২১ সদস্যের তালিকায়। আগের কেন্দ্রীয় চুক্তিতে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রনকি বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৭ বছর বয়সী অফ স্পিনার জিতান প্যাটেলও। গত ১২ মাসে ৫টি টেস্ট ও চারটি ওয়ানডে খেলেছিলেন তিনি।

গত ১২ মাসে মোটে একটি টেস্ট খেলেছেন ক্রেইগ, ভারতের বিপক্ষে কানপুরে। চোটের জন্য দুটি টেস্ট আর একটির বেশি ওয়ানডে খেলতে পারেননি ব্রেসওয়েল।

এখন থেকেই ২০১৯ বিশ্বকাপে চোখ রাখছে নিউ জিল্যান্ড। ২০১৭-মৌসুমে তাদের কেন্দ্রীয় চুক্তিতেও রয়েছে এর ছাপ।

কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন: কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, অ্যাডাম মিল্ন, কলিন মানরো, হেনরি নিকোলস, জেমস নিশাম, জিত রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন, জর্জ ওয়ার্কার।