ভারতের বিপক্ষে অপরিবর্তিত উইন্ডিজ

আফগানিস্তানের বিপক্ষে ১-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ ড্র করা দলটির ওপরই আস্থা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটির জন্য ১৩ সদস্যের অপরিবর্তিত দল দিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 10:55 AM
Updated : 19 June 2017, 10:55 AM

সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলতে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগোতেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। ৭৭ পয়েন্ট নিয়ে জেসন হোল্ডারের দল এই মুহূর্তে রয়েছে নয় নম্বরে। আট নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৯৩, যারা কদিন পরে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।

বাছাই পর্ব এড়ানোর আশা বাঁচিয়ে রাখতে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর দল বিরাট কোহলিদের বিপক্ষে যতটা সম্ভব রেটিং পয়েন্ট বাড়িয়ে নিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। অতিথিদের সব ম্যাচে হারালে ১১ পয়েন্ট পেতে পারে তারা। সব ম্যাচে হারলে দুই পয়েন্ট হারাবে হোল্ডারের দল।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে একটি ম্যাচ হারায় রেটিং পয়েন্ট কমেছে ওয়েস্ট ইন্ডিজের। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলা ভারতের বিপক্ষে একটি ম্যাচ জিতলেও রেটিং পয়েন্ট বাড়বে তাদের। তবে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগোতে ভারত ও তারপরের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য কিছু করতে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আগামী শুক্রবার ত্রিনিদাদ ও টোবাগোর কুইন্স পার্কে হবে প্রথম ওয়ানডে।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জোনাথন কার্টার, রোস্টন চেইস, মিগুয়েল কামিন্স, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, কাইরন পাওয়েল, রোভম্যান পাওয়েল, কেসরিক উইলিয়ামস।